বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
DEBKANTA JASH | ২৫ ডিসেম্বর ২০২৩ ০৯ : ২৭
ক্রিসমাসের আগের রাতে উপহারের ঝোলা কাঁধে লাল টুকটুকে পোশাক, মুখ ভর্তি সাদা দাড়ি আর মাথায় সাদা টুপি পরে দোরগোরায় হাজির হন সান্তা ক্লজ। সাধারণ মানুষ বিশেষত শিশুদের এই সান্তা ক্লজকে নিয়ে কৌতুহলের শেষ নেই। কিন্তু সান্তার উপস্থিতি কি আদৌ রয়েছে নাকি সবটা মনগড়া? এই প্রতিবেদনেরইল সেসব তথ্যই।